রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০৬ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ আমি গফুরকে প্রাণের চেয়ে বেশি ভালবাসতাম। সে আমার জীবনকে নষ্ট করে দিয়েছে। অন্যের সাথে আমার বিয়ে হতে দেয়নি। আমার মৃত্যুর জন্য বাবা-মা, ভাই কেউ দায়ী নয়। আমি গফুরের কারনে আত্মহত্যার পথ বেঁচে নিয়েছি। গত শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের শরিফা বেগম নামের এক কিশোরি নিজ শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। সে মৃত্যুর আগে একটি চিরকুটে উরোক্ত কথাগুলো লিখে যায়। শরিফা ওই গ্রামের আব্দুল ওয়াহেদ আলীর কন্যা। পারিবারিক ভাবে জানা গেছে, ভালবেসে গফুরকে বিয়ে করেছিল শরিফা। কিছুদিন সংসার করার পর ডির্ভোস হয় দেয় শরিফাকে। এরপরও তাদের মধ্যে ভালবাসা চলছিল। অন্যের সাথে বিয়ে হতে দেয়নি, ভেঙে দিয়েছে বিয়ের সর্ম্পক। সে কারনে শরিফা আত্মহত্যার পথ বেঁচে নেয়। গফুর ওই গ্রামের আজিজ মিয়ার ছেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরুতহাল রির্পোট করে এবং চিরকুটটি উদ্ধার করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।