সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে করোনায় আক্রান্ত আলহাজ্ব দেলোয়ার হোসেন (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে তিনি মারা যান।
জানা যায় তিনি দীর্ঘদিন থেকে শাসকষ্ট ও ডায়াবেটিস রোগে ভূগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থা খারাপ হলে গত ২৭ জুন তিনি গাইবান্ধা সদর হাসপাতালে করোনার নমুনা দেন। পরদিন তার নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা গ্রামের মৃত আফাজ উদ্দিন আকন্দের ছেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার বীর মুক্তিযোদ্ধার করোনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান, মরহুম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল বুধবার বিকালে দাফন করা হয়েছে।