শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে করোনার দ্বিতীয় ডোজ নেয়ার ঘন্টা খানেক পর নিজাম উদ্দিন (৫৫) নামে এক গ্রাম পুলিশের মৃত্যুর ঘটনা ঘটেছে। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত নিজাম উদ্দিন উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গ্রাম পুলিশ ও উত্তর রাজিবপুর গ্রামের মৃত মীর বকসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার আগে ওই ব্যাক্তি করোনার দ্বিতীয় ডোজ (টিকা) নিতে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা দান কেন্দ্রে। ভ্যাকসিন নেয়ার ঘন্টা খানেক পরেই তিনি মারা যান। তবে তিনি টিকা নেয়ার উপযোগী ছিলেন কিনা হাসপাতাল কর্র্তৃপক্ষ এধরণের কোনো পরীক্ষা-নিরীক্ষা করেননি। নিজাম উদ্দিনের মৃত্যু টিকা নেয়ার কারণে হয়েছে না অন্য কোন কারণে হয়েছে তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্নের ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফুজ্জামান সরকার জানান, করোনার দ্বিতীয় ডোজ নেয়ার পর তিনি টিকা দান কেন্দ্রে ৩০ মিনিট বিশ্রাম নেন। বিশ্রাম শেষে তিনি থানায় যাওয়ার পরে ওখানেই গুরুত্বর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।