শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৫৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলায় এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে উপজেলার পূবর্ বৈধনাথ গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা ও ফেনসিডিলসহ মনিরুজ্জামান মনিরকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মনিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মনির ওই গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।