শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৭ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নে কমিউনিটি বীজতলার আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার কিশামত ধোপাডাঙ্গা স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার কাজী লুতফুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সৈয়দ রেজা-ই মাহমুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ কে এম ফরিদুল হক, পিপি আই সাদেক হোসেন, ধোপাডাঙ্গা ইউনিয়ন জাপার সভাপতি এটিএম মাহাবুবুল আলম শাহিন প্রমুখ। উপজেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে উপলোর ৩০টি কমিউনিটি বীজতলার চারা ১ হাজার ৯৮০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতিজন কৃষক ১ বিঘা করে জমিতে লাগানোর জন্য চারা পাবে।