সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৮ অপরাহ্ন

সুন্দরগঞ্জে আগুনে পুড়ে গৃহবধুর মুত্যু

সুন্দরগঞ্জে আগুনে পুড়ে গৃহবধুর মুত্যু

স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের রামডাকুয়া গুচ্ছ গ্রামে গত রোববার রাতে শাহনাজ বেগম (৪২) নামে এক গৃহবধু আগুনে পুড়ে মৃত্যু হয়েছে। শাহনাজ রামডাকুয়া গ্রামের মন্টু মিয়ার স্ত্রী। সে দীর্ঘদিন থেকে গুচ্ছ গ্রামে বসবাস করে আসছিল।
জানা গেছে, গত রোববার রাতে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে গুচ্ছ গ্রামের শাহনাজ বেগমের ঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় ঘরের ভেতরে থাকা মালামালে আগুন ধরে যায়। আগুন গায়ে লাগার পর শাহনাজ ঘুম থেকে জেগে উঠে দরজা খুলে বের হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে পরিবারের সদস্যরা শাহনাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে রংপুর পাঠিয়ে দেয়। রংপুর মেডিকেল কলেজ নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে। এদিকে উপজেলা নির্বাহী মোহাম্মদ আল মারুফ গুচ্ছ গ্রাম পরিদর্শন করে নিহতের পরিবারকে ২ বান্ডিল টিন এবং ১০ হাজার নগদ টাকা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বান্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বেলকা ইউপি চেযারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com