সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৫:৫১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের দূর্গম চরাঞ্চল ভাটি কাপাসিয়া বাদামের চর গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে গরু, ছাগল, ঘোড়া, ঘর, আসবাবপত্রসহ ৫ লাখ টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার ভোর রাতে ওই গ্রামের দছিজল হকের ছেলে তবারক হোসেনের গোয়াল ঘরে জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত নিমিষের মধ্যে ছড়িয়ে পড়ে ৩টি ঘর, ৪টি গরু, ৪টি ছাগল, ২টি ঘোড়া আসবাবপত্রসহ ৫ লাখ টাকার সম্পদ পুড়ে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেন । তিনি জানান পরিবারটি বর্তমানে মানবেতর জীবন যাপন করছেন। আগুনে প্রায় ৪ হতে ৫ লাখ টাকার সম্পদ পুড়ে গেছে।