সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৪ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার সোনারায় ইউনিয়ন আওয়ামীলীগ কর্মী আব্দুর রাজ্জাক তরফদারকে প্রতারণার মামলায় প্রেপ্তার করেছে থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার মধ্য শিবরাম গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সে ওই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। জানা গেছে, প্রত্যারণামূলকভাবে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে এলাকার একাধিক ব্যক্তির নিকট থেকে লাখ লাখ হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেন। বিগত ২০২০ সালে স্থানীয় সাংবাদিক এটিএম ঈমান আলী মামুনের নিকট থেকে ৮ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেন। এনিয়ে মামলা হলে পুলিশ ওয়ারেন্ট মুলে তাকে গ্রেপ্তার করেন। ওসি তৌহিদুজ্জামান জানান, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সে একাধিক মামলার আসামি।