শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৮ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে অসময়ে তিস্তা নদীর ভাঙ্গন দেখা দেওয়ায় প্রায় শতবিঘা উঠতি ভুট্টা ফসলি জমি নদীগর্ভে বিলিন হচ্ছে।
জানা যায়, গত একসপ্তাহ থেকে উপজেলার হরিপুর ইউনিয়নের গেন্দুরাম মৌজায় ব্যাপকহারে ভাঙ্গন দেখা দিয়েছে। তিস্তার ভাঙ্গনে প্রায় শতাধিক বিঘা ভুট্টা ফসলি জমি ইতি মধ্যে নদীগর্ভে বিলিন হয়েছে এবং নতুন করে আরো প্রায় বিশবিঘা হুমকির মুখে পড়েছে। এব্যাপারে কথা হয় ইউপি চেয়ারম্যান নাফিউল ইসলাম জিমির সঙ্গে তিনি বিষয়টির সত্যতা জানিয়ে বলেন উজান থেকে নেমে আসা ঢলে পলি জমে নদীর গতিপথ পরির্বতন হওয়ায় এই ভাঙ্গনের সৃষ্টি হয়েছে ।