বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৫:৩১ পূর্বাহ্ন

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের জমিদাতার ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের জমিদাতার ৫০ হাজার টাকা জরিমানা

সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের জমিদাতা সমির উদ্দিনের ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয়েছে বালু বহনকারী একটি ট্রলি। গত মঙ্গলবার উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে অভিযান চালিয়ে এ অর্থদন্ডাদেশ প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ( ভূমি) শাকিল আহমেদ। এছাড়া বালু উত্তোলনের সহায়তাকারী শ্রমিক সাজু মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদ-াদেশ প্রদান করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ জানান, অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের জমিদাতার ৫০ হাজার টাকা জরিমানা ও শ্রমিক সাজু মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদ-াদেশসহ বালু বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com