সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জে অটোবাইক চাপায় লাবিব (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। অটোবাইকটি আটক করেছে এলাকাবাসী। ঘটনাস্থল সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকাল ৪ টার দিকে উপজেলার গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কে ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গ গ্রামের ভেগির মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শিশু লাবিব ওই সময় বাড়ি থেকে ভেগির মোড় নামক স্থানে মুদি দোকানে বিস্কুট কেনার জন্য যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির ধাক্কায় রাস্তায় পড়ে গেলে ভটভটির পিছনে থাকা একটি অটোবাইকের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শিশু লাবিব উত্তর রাজিবপুর গ্রামের আলাওলের ছেলে। এ ঘটনায় শিশুর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান জানান, শিশু নিহতের ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে।