সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলা প্রতিষ্ঠান প্রধান ও অটিজম অভিভাবকদের নিয়ে অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ বিষয়ক পাঁচ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়। গত সোমবার রংপুর সরকারি টিচাসর্ ট্রেনিং কলেজ হলরুমে প্রশিক্ষণের সমাপনি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা শিক্ষা অফিসার মোঃ এনায়েত হোসেন। প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন রংপুরের কাউনিয়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এ.এস.এম আরিফ মাহফুজ, রংপুর সরকারি টিচাসর্ ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক এ.কে.বমে হারুন অর রশিদ. সহকারী অধ্যাপক রওশন আলম, শিক্ষক মশিউর রহমান অভিভাবক উজ্জল চন্দ্র সরকার। তিনটি উপজেলার ৩০ জন প্রধান শিক্ষক ও ১০ অভিভাবক প্রশিক্ষণে অংশ নেন।