সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০২ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নিবার্চনের স্থগিত দুটি ভোট কেন্দ্র কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শ্রীপুর ইউনিয়নের বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবার্চন আগামি ৩০ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষিত এক পরিপত্রে পুনঃ ভোটগ্রহনের আদেশ জারি করেন। গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ভোট গ্রহন চলাকালিন সময় ওই দুটি ভোট কেন্দ্রের ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। সে কারণে নিবার্চন কমিশন ভোট গ্রহন এবং গণনা স্থগিত করে। আদেশে বলা হয়েছে পুনঃভোট গ্রহনের মাধ্যমে ওই ওয়ার্ডের সাধারন সদস্য, সংরক্ষিত আসনের সদস্য ও চেয়ারম্যান প্রার্থী নিবার্চিত হবেন। কঞ্চিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট সংখ্য ৩ হাজার ৩৭৮ এবং বৌলজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট সংখ্যা ৪ হাজার ৩৬৯।