সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ উপজেলার ধর্মপুর এস আই ডি ভোকেশনাল স্কুলের প্রতিষ্ঠাতা মতিয়ার রহমানকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোববার সকালে ধুবনি কঞ্চিবাড়ি তদন্দ কেন্দ্রের পুলিশ প্রতারণার মামলায় তাকে বাড়ি থেকে গ্রেফতার করে। মতিয়ার রহমান উপজেলার বজড়া কঞ্চিবাড়ি গ্রামের এফাজ উদ্দিনের ছেলে। জানা গেছে, ভোকেশনাল স্কুল প্রতিষ্ঠার পর থেকে প্রতারণা করে বিভিন্ন পদে বেকার যুবকদের চাকরি দেয়ার কথা বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেন তিনি। এনিয়ে স্থানীয় শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন বেকার যুবক মতিয়ারের বিরুদ্ধে একাধিক মামলা করেন। এ ধরণের একটি মামলায় তার নামে ওয়ারেন্ট রয়েছে। কঞ্চিবাড়ি তদন্দ কেন্দ্রের আইসি মো. মোখলেছুর রহমান জানান, তার বিরুদ্ধে ৪২০ ও ৪৬০ ধারায় মামলা রয়েছে। সে কারণে তাকে গ্রেফতার