শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৭ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ফার্মাসিস্ট আব্দুর রাজ্জাক পাঁচপীর বাজারে ভূয়া ডাক্তার সেজে প্যানা সাইনবোর্ড লাগিয়ে চেম্বার খুলে রোগী দেখেন। করেন অপারেশন। একাধিক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে ঐ ভূয়া ডাক্তারের চেম্বারে গিয়ে এসব অভিযোগের সত্যতা মিলেছে। একজন ফার্মাসিস্ট হয়ে চেম্বার খুলে রোগী দেখেন কেন? ডাক্তার না হয়েও অপারেশন করেন কেন? সাইন বোর্ডে ডাক্তার লিখেছেন কেন? এসব প্রশ্ন করলে তিনি একটিরও উত্তর না দিয়ে বলেন, গাইবান্ধার সিভিল সার্জন ডাঃ এ.বি.এম আবু হানিফ আমার ব্যাপারে সবই জানেন। তিনিই অনুমতি দিয়েছেন। এ ব্যাপারে গাইবান্ধার সিভিল সার্জন এ.বি.এম আবু হানিফ বলেন, আপনারা নিউজ করেন। এ ব্যাপারে আমি ব্যবস্থা নিচ্ছি।