বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধিঃ সুন্দরগঞ্জের অপহৃত এক তরুণীকে ঢাকা থেকে উদ্ধার করেছেন পুলিশ। থানা সূত্র জানায়, উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মন্মথ সরকার পাড়া গ্রামের কাচু মিয়ার তরুণী কন্যা (১৪) কে একই ইউনিয়নের সাতগিরি কামারপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সামিউল ইসলাম গত ১৩ ডিসেম্বর অপহরণ করে ঢাকা নিয়ে যায়। এ ঘটনায় ওই তরুণীর মা ছামিনা বেগম গত ১৯ ডিসেম্বর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ বাদীর সহযোগিতায় অভিযান চালিয়ে অপহৃতা তরুণীকে গত শনিবার দিবাগত রাতে উদ্ধার ও অপহরণকারী সামিউলকে গ্রেফতার করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম জানান, তরুণীর মেডিকেল টেস্টসহ ১৬৪ ধারায় জবান বন্দী রেকর্ড করা হয়েছে। থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত অপহরণকারীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।