শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়াতে ট্রাকচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্তনা খাতুন (২৮) গোবিন্দগঞ্জ উপজেলার সুবাইল সরকারপাড়া গ্রামের আবদুল মাজেদের স্ত্রী। দুর্ঘটনায় স্বামী আবদুল মাজেদ ও তাঁদের মেয়ে মাকসুদা খাতুন আহত হয়েছেন। তাঁদের উল্লাপাড়ার স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকালে মোটরসাইকেলে চড়ে আবদুল মাজেদ তাঁর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে ঈদ করতে ঢাকা থেকে গাইবান্ধা যাচ্ছিলেন। পথে তাঁরা মহাসড়কের পাঁচলিয়া বাজার এলাকায় পৌঁছালে সিমেন্টবোঝাই একটি ট্রাক তাঁদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা শান্তনা খাতুন ছিটকে ট্রাকের চাকার নিচে পড়েন। ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় চালক ও তাঁর সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।