শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নারী আন্দোলনের পথিকৃত বেগম রোকেয়ার ১৪০তম জন্ম ও ৮৮তম মৃত্যুবার্ষিক উপলক্ষে গত বৃহস্পতিবার এক আলোচনা সভা জেলা সিপিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নারী সেলের আহ্বায়ক সুপ্রিয়া ঘোষের সভাপতিতে¦ অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য মাহমুদুল গনি রিজন, নারী নেত্রী শারমিন সাঈদ, মেহেরুন মুন্নী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ওয়ারেস সরকার। সভায় বক্তারা বলেন বর্তমান সমাজ বাস্তবতায় বেগম রোকেয়া খুবই প্রাসঙ্গিক। বক্তারা আরও বলেন, স্বাধীনতার ৪৯বছর পরেও মৌলবাদীরা নারীদের সম্পর্কে নানা কটুক্তি করে বেড়াচ্ছে। যা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।