বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বারবলদিয়া নতুন বন্দরের ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ এবং সরকারি বিধি মোতাবেক তাদেরকে লীজ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
গতকাল নতুন বন্দর বাজারে সিপিবি, দারিয়াপুর অঞ্চল কমিটির ডাকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, ছাদেকুল ইসলাম, জাহাঙ্গীর আলম মাস্টার, এমদাদুল হক মিলন, সুমন মিয়া, সামিউল ইসলাম, আমিনুল, মোখলেছুর রহমান প্রমুখ।