শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম
সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত শিক্ষা ব্যাবস্থা উন্নত আধুনিক ও শিক্ষার মান উন্নয়নের কৃতিত্ব একমাত্র প্রধানমন্ত্রীর -মাহমুদ হাসান রিপন এমপি সুন্দরগঞ্জে সাব প্রাণী সম্পদ কল্যাণ কেন্দ্রের বেহালদশাঃ গ্রাম গঞ্জে পশু ডাক্তারের নামে হাতুড়ে ডাক্তারের ছড়াছড়ি গাইবান্ধায় আওয়ামীলীগের ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন সাঘাটায় রেকর্ডভুক্ত জমিতে ব্রীজ নিমার্ণ কাজে বাধাঁ প্রদান করায় ঠিকাদার কর্তৃক থানায় অভিযোগ কলেজপাড়ায় পৌর নাগরিকদের সভা নলডাঙ্গায় নবীন ও বসন্ত বরণ অনুষ্ঠান গাইবান্ধায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মতবিনিময় সভা গাইবান্ধায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন গোবিন্দগঞ্জে সরকারি বই বিক্রিকালে জনতার হাতে শিক্ষক-কর্মচারী আটক

সাহিত্যের ছোট কাগজ বিন্দুবিসর্গর’ ২০তম জন্মজয়ন্তী উৎসব

সাহিত্যের ছোট কাগজ বিন্দুবিসর্গর’ ২০তম জন্মজয়ন্তী উৎসব

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধার সাহিত্যের ছোট কাগজ ‘বিন্দুবিসর্গ’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাহিত্য সংস্কৃতিসহ অন্যান্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য গাইবান্ধাসহ দেশের গুণীজনদের ত্রৈলোক্যনাথ বর্মন বাবাজির স্মৃতি পদক ২০১৮-২০১৯ ও বিন্দুবিসর্গ পদক ২০১৯ প্রদান করা হয়। এছাড়া মুক্তি ভিত্তিক আলোচনা, কবিতা ও ছড়া পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত শুক্রবার রাতে সদর উপজেলার ফকিরের বাজার সংলগ্ন মালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের উন্মুক্ত মঞ্চে ‘বিন্দুবিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি উৎসবের উদ্বোধন করেন এবং গুণীজনদের মধ্যে পদক বিতরণ করেন। এসময় বিন্দুবিসর্গ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সভাপতি কবি সাহিত্যিক প্রাবন্ধিক সাবেদ আল সাদ পদকপ্রাপ্ত গুণীজনদের ফুলেল শুভেচ্ছা জানান ও উত্তরীয় পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতেই বিশেষ অতিথি দেশের বরেণ্য সাহিত্যিক ছড়াকার ও প্রাবন্ধিকসহ বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার প্রসূন কুমার চক্রবর্ত্তী, মাকিদ হায়দার, আসলাম সানি, বাছেত খান, কাজল চক্রবর্ত্তী, আলম তালুকদার, আবু জাফর সাবু, সরোজ দেব এবং শাহাদত হোসেন সুজন প্রমুখ।
এ বছর ত্রৈলোক্যনাথ বর্মন বাবাজী স্মৃতিপদক প্রদান করা হয় গবেষণায়- ড. মাসুদুজ্জামান, প্রবন্ধে- আসলাম সানী, কবিতায় শান্তিময় মুখোপাধ্যায়, গল্পে মাহবুবুল আলম, ছড়ায় আবু জাফর সাবু, সাহিত্যে সামগ্রিক অবদান মাহমুদ কামাল, শিল্পসাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকে ইসলাম রফিক, সমাজ সংযোগ ব্যক্তিত্বে আলমগীর কবীর বাদল ও তরুণ উদ্যোক্তায় মৌনি তাপসী সম্পা। এছাড়া বিন্দুবিসর্গ পদক প্রদান করা হয়- সাহিত্যে সামগ্রিক অবদানে কাজল চক্রবর্ত্তী (ভারত), প্রবন্ধে বাছেত খান, উপন্যাসে সন্তোষ ঢালী, গল্পে আনোয়ার কামাল, কবিতায় অঞ্জনা সাহা, ছড়ায় আলম তালুকদার, কবিতা ও ছড়ায় সুচি সৈয়দ, শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠকে শাহ আলম বাবলু, প্রবন্ধে হাফিজুল হিলালী বাবু, প্রচ্ছদ অংকনে কিংশুক ভট্টাচার্য ও সমাজসংযোগে ব্যক্তিত্বে আমিনুর জামান রিংকু।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com