সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ দেশের সকল নাগরিকদের পেনশন ব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি (স্কিম) চালু করেছে সরকার। পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা।
দেশের মানুষের জন্য চার ধরনের পেনশন স্কিমের বিধান রেখে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা জারি করা হয়েছে। অর্থ বিভাগ থেকে জারি হওয়া এই বিধিমালায় প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা নামে চার ধরনের পেনশন স্কিম চালুর কথা বলা হয়েছে। তৃণমুল পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক এক মতবিনিময় সভা গতকাল শনিবার গাইবান্ধা অবলম্বন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নাগরিক প্লাটফরম জনউদ্যোগ, গাইবান্ধা এ সভাটির আয়োজন করে।
সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তা জিয়াউল কামালের সভাপতিত্বে জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, অগ্রণী ব্যাংকের সাবেক এজিএম জাহাঙ্গীর কবির, আদিবাসী নেতা ফিলিমন বাস্কে, রাজনীতিক গোলাম রব্বানী মুসা, নারী নেত্রী অঞ্জলী রানী দেবী, নাজমা বেগম, খিলন রবিদাস, সুনিল রবিদাস, অশোক সাহা, সাখাওয়াত হোসেন, মনির হোসেন সুইট, রবিউল ইসলাম প্রমুখ।