শনিবার, ১০ জুন ২০২৩, ০৭:২৯ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টার্ন ঐক্য পরিষদের ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টার্ন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার দাস রন্টু। সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক সজল দেবনাথের সভাপতিত্বে অনুুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সুমন চাকী, উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক পরিমল সরকার, জেলা আধিবাসী নেতা গৌর পাহাড়ি, সাবেক ইউপি সদস্য ও সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি শাহা আলম সরদার, সাপমারা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিকুঞ্জ দেবনাথ, ছাত্র যুব ঐক্য পরিষদের সভাপতি শীতল সরকার, সাধারণ সম্পাদক রিমন কুমার মোহন্ত, সাংগঠানিক সম্পাদক আনন্দ সরকার প্রমুখ।
শেষে আগামী ৩ বছরে জন্য সুভাষ দাস কে সভাপতি ও ডা: নিরঞ্জন কুমার মোহন্তকে সাধারণ সম্পাদক এবং নিপেন দাসকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।