সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:২৯ পূর্বাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, শেখ হাসিনা উন্নয়নের রুপকার। এদেশে আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেই, উন্নয়ন বৃদ্ধি পায়। সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের বিকল্প নেই, আমি একজন দক্ষ নেত্রীর কর্মী। তাই এ যাবত আমার এলাকার কাজের যে প্রতিশ্রুতি দিয়েছি, তা অক্ষরে অক্ষরে পালন করে চলছি। মানুষের কল্যাণে আগামীতেও কাজ করে যেতে চাই। বন্যায় ক্ষতিগ্রস্থ এলাকার সড়ক কালভার্টসহ সব স্থাপনার কাজ অল্প দিনের মধ্যেই শুরু হবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান এবং আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।
গতকাল গাইবান্ধার সাঘাটা উপজেলার বড়াইকান্দিতে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কচুয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মহি উদ্দিন সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার ঘোষ। বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলাম, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এনায়েত কবির, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নাজমুল হুদা দুদু, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বকুল, শেরেকুল ইসলাম, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।