রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৩৩ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট সাদীপাড়া গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী মনিরা আকতার মনি অপহরনের অভিযোগে অপহরনকারী জীবন ওরফে সোহাগের ভাই অপহরনের সহযোগী আসামী সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানান, গত ২১ জুলাই মনিরা ঈদের মার্কেট করার জন্য ধাপেরহাট বন্দরের যাওয়ার সময় চক সারাই গ্রামের সোলায়মানের পুত্র বখাটে যুবক জীবন ওরফে সোহাগ ও তার সহযোগিরা মনিরাকে জোরপূর্বক সিএনজিতে তুলে নিয়ে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনায় মনিরার ভাই মাহবুব বাদী হয়ে গত ১ আগষ্ট ৪ জনের বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি অপহরন মামলা দায়ের করেন। অপহরনের ১৩দিন অতিবাহিত হলেও ভিকটিম উদ্ধার হয়নি। ভিকটিম উদ্ধারে মরিয়া হয়ে ওঠেন পুলিশ। গত ৫ আগষ্ট ঐ মামলার ২নং আসামী জীবন ওরফে সোহাগের বড় ভাই সাগর ওরফে সুমনকে গ্রেফতার করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রজব আলী। তিনি জানান, ভিকটিম উদ্ধারে আমরা তৎপর আছি এবং অভিযান অব্যহত রয়েছে।