সোমবার, ২৯ মে ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ আসন্ন উপনির্বাচনে গাইবান্ধা-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও বিশিষ্ঠ ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সাদুল্লাপুর প্রেসক্লাব সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
গত শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি’র নেতা ইয়াকুবুল আহাদ, আ.স.ম সাজ্জাদ হোসেন পল্টন, আবু তালেব মিয়াসহ আরও অনেকে।
সম্ভাব্য এমপি প্রার্থী রফিকুল ইসলাম রফিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এবারের উপনির্বাচনে দল থেকে মনোনয়ন পাবেন বলে আশাবাদি। যদি মনোনয়ন পান এবং সংসদস্য নির্বাচিত হন, তাহলে সাদুল্লাপুর-পলাশবাড়ী উপজেলার সার্বিক উন্নয়ন করাসহ রাস্তাঘাট প্রসস্তকরণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধমীয় প্রতিষ্ঠানগুলোগুলো আধুনিকায়ন করার ব্যবস্থা করবেন। এজন্য সাংবাদিকদের ও এলাকার মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।