বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৩৬ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ৩ হাজার কৃষক পাবেন পাটবীজ ও সার। এ লক্ষ্যমাত্রা পুরণের লক্ষে কৃষকদের মাঝে বীজ-সার দেয়া শুরু করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ হলরুমে পাটবীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানটি আয়োজন করে উন্নতি প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প।
এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রোকসানা বেগম।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আব্দুল জলিল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল আলম বসুনিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু সালেহ মোঃ সালাউদ্দিন, সাদুল্লাপুর প্রেসক্লাব সভাপতি শাহজাহান সোহেল, উপজেলা পাট অধিদপ্তরের উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন কুমার সরকার প্রমুখ।
আলোচেনা শেষে ৫০ জন কৃষকের মাঝে এক কেজি পাটবীজ, ইউরিয়া ৬ কেজি, পটাস ও টিএসপি ৩ কেজি করে বিতরণ করা হয়। উপজেলার প্রকল্পভূক্ত পাট উৎপাদন চাষিদের মাঝে এইসব বীজ-সার বিতরণ করা হয়েছে বলে জানান উপ সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মিথুন সরকার।