সোমবার, ২৯ মে ২০২৩, ০১:২৩ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাহপুর গ্রামের প্রায় ৩০টি বাড়ি লকডাউনে রাখা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, গত ১৩ মার্চ সাদুল্লাপুর উপজেলার বনগ্রম ইউনিয়নের হবিল্লাহপুর গ্রামের একটি বিয়েতে দু’জন আমেরিকান প্রবাসী দাওয়াত খেতে আসেন। এরপর ওই প্রবাসীদের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বিয়েতে শতাধিক অতিথি এসেছিলেন। বিয়ে অনুষ্ঠিত হওয়া ওই বাড়িতে একজনের সংক্রমণ ধরা পড়ে। ফলে ভাইরাসটি যাতে ছড়িয়ে না পড়ে, সেদিক বিবেচনা করে হবিবুল্লাহপুর গ্রামের প্রায় ৩০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শাহিন সরকার জানান, বিয়ে বাড়িতে নতুন করে একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাই সংক্রমণের ঝুঁকি থাকায় লকডাউন করা হয়েছে।
সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নবীনেওয়াজ লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।