মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

সাদুল্লাপুরে ২৫ টাকা লিটারে দুধ বিক্রি

সাদুল্লাপুরে ২৫ টাকা লিটারে দুধ বিক্রি

স্টাফ রিপোর্টারঃ মাত্র ২৫ টাকায় এক লিটার গরুর দুধ পাওয়া যাচ্ছে সাদুল্লাপুরের ধাপেরহাট বাজারে। কয়েকদিন ধরে এ দামে দুধ মিলছে ওই বাজারে। অথচ এখানে বোতলজাত এক লিটার পানি মিলছে ২৫ টাকায়।
বাজার ঘুরে দেখা গেছে, গবাদি পশুর খাবারের দাম বেড়েছে। বর্তমানে গরুর দানাদার খাবারের কেজি ৬৫ টাকা। ভুসি ৫৫ টাকা, ধানের কুঁড়া ১৫ টাকা, চালের খুদ ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। নেপিয়ার ঘাষ চারমোঠা বিক্রি হচ্ছে ৩৫ টাকা। এর সঙ্গে বেড়েছে পশুর ওষুধের দাম।
বাজারে দুধ বিক্রি করতে আসা জাফর আলী শেখ বলেন, কয়েকদিন আগেও প্রতি লিটার দুধ ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করেছি। এখন ২৫ টাকা লিটারে বিক্রি করতে হচ্ছে। গো-খাদ্যের দাম বাড়ায় কম দামে দুধ বিক্রি করে উৎপাদন খরচই উঠছে না।
ইসলামপুর গ্রামের খামারি জাইদুল ইসলাম বলেন, দুধ বিক্রির জন্য নির্ধারিত ক্রয়কেন্দ্র প্রয়োজন। এখানে তা নেই। এছাড়া স্থানীয় বাজারগুলো বৈকালিক হওয়ায় দুধের ক্রেতা কম। তাই খামারিরা দুধ নিয়ে বিপদে পড়েন। ক্রেতা না পেয়ে কম দামেই বিক্রি করতে বাধ্য হন। ক্রয়কেন্দ্র থাকলে এ সমস্যা হতো না।
প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় প্রতি বছর দুধের চাহিদা ২২ হাজার টন। গত বছরের জুন মাস থেকে চলতি বছরের জুলাই মাসে উৎপাদন হয়েছে ২২ হাজার ১৩৬ টন। চাহিদার তুলনায় উৎপাদন বেশি হলেও ক্রেতা কমেছে।
ভেটেরিনারি হাসপাতালের সার্জন ডাঃ আব্দুল্লাহেল কাফী বলেন, এ সমস্যার সমাধানে এলাকায় দুধ সংগ্রহ কেন্দ্র স্থাপিত হবে। খামারিরা তখন ন্যায্য দামেই দুধ বিক্রি করতে পারবেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com