বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:২৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার একটি বসতবাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে ৪ টি রুমসহ পুড়ে ছাই হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল।
গতকাল সকাল ৯ টার দিকে উপজেলার দামোদরপুর ইউনিয়নের সিট জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আব্দুল জলিল মিয়ার বাড়িতে গতকাল শুক্রবার সকাল ৯ টার দিকে আগুন লেগে যায়। বিদ্যুতের সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়ে মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের দল ও স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে ঘরের ৪ রুমে থাকা নগদ ৫০ হাজার টাকা, টিভি, ফ্রিজ আসবাপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভস্মিভূত হয়। এ ঘটনার শিকার অসহায় মানুষরা সহায় সম্বল হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্থ জলিল মিয়ার ছেলে রিপন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও বলেন, আমাদের বাড়িতে আসার রাস্তা ভেঙে যাওয়ায় সময় মতো ফায়ার সার্ভিসের গাড়ী ঢুকতে না পারায়, বেশী সময় ধরে আগুনের তান্ডব চলছিল। যার কারনে ক্ষয়ক্ষতির পরিমান বেশী হয়েছে।