বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৯ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের একটি গ্রামে দশ বছর বয়সি এক শিশু একাধিক দিন ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষক মিজানুর রহমানকে (২২) আটক করেছে পুলিশ।
গতকাল শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে ধর্ষক মিজানুর রহমানকে গত শনিবার রাতে আটক করা হয়। মিজানুর রহমান ওই ইউনিয়নেরই শ্রীরামপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
শিশুর স্বজনরা জানায়, অটোবাইক চালক পিতার সন্তান ওই শিশুকে বাড়ীতে একা পেয়ে বিভিন্ন ভাবে ফুসলিয়ে ভুল বুঝিয়ে তাদের ঘরে একাধিক দিন ধর্ষণ করেছে মিজানুর রহমান। এভাবে সর্বশেষ গত ১৭ ডিসেম্বর আবারো ওই শিশুকে ধর্ষণ করে মিজানুর রহমান। এক পর্যায়ে শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় ভাবে আপোস-রফার চেষ্টা করা হয়। কিন্তু সেটি ব্যর্থ হলে গত শনিবার সন্ধ্যায় সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ করে শিশুটির বাবা।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে। এনিয়ে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সেই মামলায় রাতেই আটক করা হয়েছে ধর্ষক মিজানুর রহমানকে। পরে গতকাল রোববার সকালে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।