মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বাজার থেকে তুলশীঘাট সাদেকপুর পাকা সড়কটি সংস্কারের অভাবে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। রাস্তার কার্পেটিং, ইট ও খোয়া সরে গিয়ে ছোট-বড় অনেক খাদের সৃষ্টি হয়েছে। এসব খাদে পড়ে অটোরিকশা, রিকশা ও ট্রলিজাতীয় ছোটখাটো যানবাহন উল্টে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাচলও কষ্টের হয়ে উঠেছে।
জানা যায়, গাইবান্ধা সদরের তুলশীঘাট বাজার থেকে খোর্দ্দকোমরপুর বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। এর মধ্যে খোর্দ্দকোমরপুর (গাছুর বাজার) থেকে সাদেকপুর বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। সড়কের দুই পাশে পাড়বিহীন অনেক পুকুর রয়েছে। এতে সড়কটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। প্রায়ই ওই সব জায়গায় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এ রাস্তা দিয়ে খোর্দ্দকোমরপুর, ভাতগ্রাম ও ইদিলপুর ইউনিয়নের কয়েক হাজার মানুষকে সাইকেল, মোটরসাইকেল, ভ্যানগাড়ি, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোগাড়িসহ চলাচল করতে হয়। এ ছাড়া কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর চলাচলের একমাত্র অবলম্বন এ রাস্তা। সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মোঃ মিনহাজুল ইসলাম বলেন, সড়কটি সদর উপজেলার আওতায়, সাদুল্লাপুরের মধ্যে প্রায় এককিলোমিটার অংশ রয়েছে তারপরও সংস্কারের জন্য আমরা প্রস্তাবনা পাঠিয়েছি। শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। এর পরই কাজ শুরু হবে।