মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:৪২ অপরাহ্ন

সাদুল্লাপুরে সড়ক মেরামতে ধীরগতি ধূলায় অতিষ্ঠ জনজীবন

সাদুল্লাপুরে সড়ক মেরামতে ধীরগতি ধূলায় অতিষ্ঠ জনজীবন

স্টাফ রিপোর্টারঃ সাদুল্লাপুর থেকে ধাপেরহাট পর্যন্ত ১৫ কিলোমিটার সড়ক সংস্কারে ধীরগিতর কারণে ভোগান্তি পোহাচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে ধূলার দূষণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে।
রাস্তাটিতে হেঁটে কিংবা যানবাহনে চলাচলে অতিরিক্ত ধুলার কারণে প্রতিনিয়ত বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ জনগনকে। ধূলার কারণে নষ্ট হচ্ছে বসতবাড়ি, গাছপালা, জমির ফসল। ভোগান্তিতে পড়ছে স্কুলগামী শিশু-কিশোররা। ধূলা নাক, মুখ, চোখে ও শ্বাসনালীতে ডুকে শ্বাসকষ্টসহ এলার্জিজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
জানা যায়, এ রাস্তা মেরামতে কাজ চলছে দীর্ঘ দু’বছরেরও বেশী সময় ধরে। দীর্ঘসময় অতিবাহিত হলেও আজও শেষ হয়নি মেরামত কাজ। থেমে থেমে কাজ করায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
ধুলা উড়ানো বন্ধে ব্যক্তিগত উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান, বসতবাড়ি, জনবহুল এলাকায় সামান্য পরিমাণ পানি ছিটানো হলেও তাতে ভোগান্তি কমছে না। ব্যস্ততম সড়কে ধীরগতিতে কাজ হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
ক্ষয়ক্ষতি রোধে দ্রুত রাস্তা মেরামত পূর্বক পাকাকরণের দাবি জানান এলাকাবাসী।
সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী বলেন, রাস্তায় আরো এক লেয়ার ইট লাগানো বাকি রয়েছে। আশাকরি আগামী মার্চ মাসের মধ্যে কার্পেটিং এর কাজ শুরু হবে। আপাতত ধূলা উড়ানো বন্ধে ঠিকাদারকে মাঝে মাঝে পানি ছিটানোর জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com