সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৩৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সম্প্রতি অতিবর্ষণে সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মাটির রাস্তা ভেঙে গহিন গর্তের সৃষ্টি হয়েছে। এসব রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার কাজ করছে ‘জোহরা সেবা সংঘ’ নামের স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
গতকাল শুক্রবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের নাগবাড়ী-চিকনী বাজার পর্যন্ত রাস্তায় মাটি ভরাট করতে দেখা যায় ওই সংগঠনের সদস্যদের। এসময় সাহরিয়ার, ফিজু, তাহেরুল ও ফারহানসহ আরো বেশ কিছু সদস্য মাটি ভরাট কাজে অংশগ্রহন করে।
জানা যায়, এ বছরে সাদুল্লাপুর উপজেলা দিয়ে বয়ে গেছে কয়েক দফার বন্যা। একই সঙ্গে ভারি বর্ষণও অব্যাহত ছিল। এর প্রভাবে বিভিন্ন কাঁচা-পাকা সড়ক ক্ষতিগ্রস্থ হয়। এসবের মধ্যে নাগবাড়ী-চিকনী বাজার মাটির রাস্তাটি ভেঙে শত শত গহিন গর্তে পরিনত হয়েছে। ফলে চলাচলে অনুপযোগি হয়ে পড়েছে রাস্তাটি। তবুও প্রয়োজনের তাগিদে বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। এতে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সম্প্রতি ওই রাস্তার বাগরিয়াপাড়া নামকস্থানে অটোবাইক উল্টে শিশু-নারীসহ ৫ যাত্রী আহত হয়। এ রাস্তাটির এমন অবস্থার সৃষ্টিতে সংশ্লিষ্ট কর্তৃপকে জানিয়েও সংস্কার করা হয়নি বলে এলাকাবাসীর অভিযোগ।
জোহরা সেবা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি উজ্জ্বল আকন্দ বলেন, গেল বর্ষায় নাগবাড়ী-চিকনী বাজার মাটির রাস্তাটির বিভিন্ন স্থানে হাঁটু গর্তে পরিনত হয়েছে। সেটি চলাচলের উপযোগি করতে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রমে কাজ করছে।
সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী এএইচএম কামরুল হাসান রনি বলেন ভারি বর্ষণে ক্ষতিগ্রস্ত গ্রামীণ মাটির রাস্তাগুলো সংসকার কাজ শুরু করা হয়েছে।