বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৩৮ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণসহ ৮ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। একই সঙ্গে ই-মেইলের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি পাঠানো হয়।
গতকাল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যেজোটের উদ্যোগে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জিএম কামাল পাশা খান। এসময় বক্তব্য রাখেন, মাওলানা মোঃ সুলতান মাহমুদ, মোস্তাফিজার রহমান মিন্টু, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, আব্দুর সাত্তার চৌধুরী রাখু, আব্দুর রউফ, মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।