সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৫০ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় মিম খাতুন (১৫) নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে। গত শুক্রবার বিকেলে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (লালবাজার) গ্রামে এ ঘটনা ঘটে। মৃত্যু মিম খাতুন ওই গ্রামের মতিন মিয়ার মেয়ে। স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, ইরি-বোরো ধান কাটা মাড়াই করছিল মতিন মিয়া। স্বজনরা এই ধানের কাজ করতে বলে মিমকে। এ কাজটি না করায় মিমের উপর একটু বকাবকি করে। এ অভিমানে বাড়ির লোকজনের অজান্তে ঘরের তীরে ওড়না গলায় পেচিয়ে ফাঁস দেয়। স্বজনরা তাৎক্ষণিক বিষয়টি টের পেয়ে মিমকে আহত অবস্থায় উদ্ধার করে। এরপর সাদুল্লাপুর উপজেলা কমপ্লেক্সে নেয়া হলে সেখানে মারা যায় মিম। সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।