সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:০৬ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় সুপারী পারতে গিয়ে গাছ থেকে পড়ে জহির আলী (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
গতকাল উপজেলার ফরিদপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জাহির আলী ওই গ্রামের কফিল উদ্দিনের ছেলে।
স্বজনরা জানান, দুপুরের দিকে সুপারী পারতে গাছে উঠে জহির আলী। এসময় পা ফসকে বিদ্যুতের টানাতারে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তিনি মারা যান।
ফরিদপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিথুন মিয়া বলেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।