শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র ব্রিফিং

সাদুল্লাপুরে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র ব্রিফিং

সাদুল্লাপুর প্রতিনিধিঃ আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘর হস্তান্তর বিষয়য়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
গতকাল সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই ব্রিফিং দেন ইউএনও মোছাঃ রোকসানা বেগম।
এতে জানানো হয়, প্রধানমন্ত্রীর ঘর উপহার হিসেবে তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ৪০ টি পাকাঘর ভূমিহীন-গৃহহীন পরিবারের জন্য নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে তাদের বন্দোবস্ত প্রদান করা হয়েছে।
এই ঘরগুলো আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপকারভোগিদের চাবি হস্তান্তর করবেন।
এছাড়াও তৃতীয় ধাপে আরও ৭০ টি ঘর নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রত্যেকটি ঘরের বরাদ্দ ধরা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে বলে জানানো হয়।
এর আগে ওই প্রকল্পের আওতায় সাদুল্লাপুর উপজেলার প্রথম ধাপে ১৭৯ ও দ্বিতীয় ধাপে ২০০ জন ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com