সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:৪৯ অপরাহ্ন

সাদুল্লাপুরে রাস্তার ধারে কিলোমিটার পোস্টে মিলছেনা দূরত্বের তথ্য

সাদুল্লাপুরে রাস্তার ধারে কিলোমিটার পোস্টে মিলছেনা দূরত্বের তথ্য

সাদুল্লাপুর প্রতিনিধিঃ রাস্তার ধারে কিছুদূর পরপর কিলোমিটার পোস্ট। অধিকাংশের লেখা মুছে গেছে। কোনোটির লেখা ঢেকে গেছে ময়লা-আর্বজনায়। কয়েকটি ঢাকা পড়েছে রাস্তার ধারের গাছগাছালিতে। মাঝের অংশ ভেঙে পড়েছে কয়েকটির। প্রায় সবগুলোর পলেস্তারাও খসে পড়েছে। সাদুল্লাপুর উপজেলার কয়েকটি সড়কে এভাবে অবহেলায় রয়েছে কিলোমিটার পোস্টগুলো।
সড়কে অযতেœ কিলোমিটার পোস্টগুলো নষ্ট হলেও মেরামতে সরকারি অর্থ বরাদ্দ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ জন্য সংস্কারও করা হচ্ছে না। স্থানীয় সরকার বিভাগের সাদুল্লাপুর উপজেলা প্রকৌশলী মোঃ মেনাজ বলেন, কাঁচা মাটির রাস্তা পাকাকরণের সময় কিলোমিটার পোস্ট নির্মাণ করা হয়। পরে মেরামতের জন্য বরাদ্দ পাওয়া যায়নি। ফলে পোস্টগুলোর এমন দুরবস্থা।
তবে যথাসময়ে সড়ক সংস্কারের জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তারা বলছেন, একটি উপজেলায় অনেক কিলোমিটার পোস্ট থাকে। সেগুলো মেরামত করা ব্যয়বহুল।
ভাতগ্রাম ইউনিয়নের কিলোমিটার পোস্টগুলো অবহেলায় পড়ে রয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান। তাঁর ভাষ্য, এগুলো কোন দপ্তর সংস্কার করবে, সেটি তাঁর জানা নেই। পরিষদের তহবিল থেকে এগুলো সংস্কার করা যাবে কি-না, তাও তিনি নিশ্চিত নন।
উপজেলা প্রকৌশলীর কার্যালয় থেকে জানা গেছে, পাকা রাস্তা নির্মাণের সময় প্রতি দেড় কিলোমিটারে দুটি করে কিলোমিটার পোস্ট স্থাপন করা হয়। এতে লেখা থাকে আশপাশের এলাকার দূরত্ব। পথচারীরা কিলোমিটার পোস্ট দেখে সহজেই গন্তব্যের দূরত্ব নির্ণয় করতে পারেন।
জামালপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর রেললাইনের ধারের মাইল পোস্ট দেখে গণনা শিখেছেন। এখন সেগুলো থাকে অযতেœ। এতে দূরত্ব নির্ণয়ে সমস্যা হচ্ছে। এগুলোর সংস্কার জরুরি।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com