শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব রেজোয়ান হোসেন সুজন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দুস ছালাম মিয়া, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপ্ন, যুগ্ন আহবায়ক আনোয়ারুল ইসলাম, আ,স,ম সাজ্জাদ হোসেন পল্টন, জিয়াউর রহমান বকসী সুইট, টেলিজার রহমান বাচ্চু, আনোয়ার হোসেন রাখু, মাসুদ কবির রানা, মাসুদ আকন্দ, এমরান হোসেন, একরামুল হক, মুছা মিয়া, নয়ন কবির, মশিউর রহমান, ছাইফুল ইসলাম, শাহজাহান মিয়া, সোহান মিয়া প্রমুখ।
আলোচনা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য-দীর্ঘায়ু কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।