শুক্রবার, ০২ জুন ২০২৩, ১০:৫৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুরে হযরত আলী (২০) নামের এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের জলিল উদ্দিনের বাড়ির পাশের একটি কাঁঠাল গাছের ডালে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হযরত আলী ওই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সকালে কাঁঠাল গাছের ডালে হযরত আলীর ফাঁস লাগানো মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। সাথে সাথেই পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এটি আত্মহত্যা নাকি হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে হযরত আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এখনও মৃত্যুর কারণ জানা যায়নি।