শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৪৫ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় শাফিরুল ইসলাম (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করেছে।
গত রোববার দিনগত রাতে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শাফিরুল ইসলাম ওই গ্রামের মৃত নুরুন্নবী মিয়ার ছেলে।
স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় গত রোববার রাতে শাফিরুল ইসলাম তার নিজ ঘরে ঘুমাতে যান। এরপর গতকাল সোমবার সকালে তাকে ডাকাডাকি করা হয়। এতে কোনা সারা শব্দ না পেলে ঘরে দরজা খোলা হয়। সেখানে তার গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ দেখা যায়।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।