রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩৪ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ মোটরসাইকেল মেকানিক্স ইউনিয়ন (রেজি বগুড়া-০১৬) সাদুল্লাপুর উপজেলা শাখা সদস্যদের পরিচয়পত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল বিকেলে রাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সংলগ্ন এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রাজু মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব। বিশেষ অতিথি সাদুল্লাপুর থানার ওসি প্রদীপ কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শহিদুল্যাহেল কবির ফারুক, মোটরসাইকেল মেকানিক্স ইউনিয়ন গাইবান্ধা জেলা শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক রায়হান মিয়া, সাদুল্লাপুর হাট বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।