শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:৩৪ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর শহরে মোটর সাইকেলের ধাক্কায় খোকা মিয়া (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকা মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের বুজরুক পাটানোছা গ্রামের মৃত্যু দিয়ানত উল্লার ছেলে। স্থানীয়রা জানান, ওই সময় খোকা মিয়া সাদুল্লাপুর থেকে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন। এ সময় সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের সাদুল্লাপুর সোনালী ব্যাংকের দক্ষিণ পাশের রাস্তায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মোটর সাইকেল খোকা মিয়াকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে খোকা মিয়া মারা যান। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, ওই দুর্ঘটনার বিষয়টি লোকমুখে শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেননি।