শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৮:৪৫ পূর্বাহ্ন
সাদুল্লাপুরে আটার মিলের ফিতার সঙ্গে জড়িয়ে শাহ জালাল (১১) নামের এক স্কুল ছাত্রের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ।
শাহ জালাল উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ফুলবাড়ি গ্রামের রেজাউল বেপারির ছেলে এবং স্থানীয় একটি ব্রাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
পারিবারিক সূত্রে জানা গেছে, শাহ জালাল গত শনিবার দুপুরে চাচাতো ভাইয়ের সাথে চাল ভাঙাতে এলাকার খোর্দ্দকোমরপুর ফারাজীপাড়ায় মাসুদ ফারাজীর মিলে যান। সেখানে চাল ভাঙানোর সময় মিলের ফিতায় পরনের চাদর জড়িয়ে গুরুতর আহত হন । দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে তার মৃত্যু হয়।