সোমবার, ২৯ মে ২০২৩, ০২:০০ পূর্বাহ্ন
নলডাঙ্গা (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক গাজা ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ । গতকাল সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানার নির্দেশে ইন্সপেক্টর (তদন্ত) মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ সহিদুল ইসলাম, এসআই মমিনুল ইসলাম, এএসআই সামছুল, এএসআই আলমগীর সহ একদল পুলিশ সদস্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী আবেদ আলী, নয়ন মিয়া, মোঃ রিপন মিয়া, মাহাবুর মিয়া, এবং মাদক ব্যবসায়ী ইদ্রিস সিদ্দিককে ২০ গ্রাম গাজা সহ গ্রেফতার করে।
ওসি মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আটকৃতদের মধ্যে মাদক কারবারি ইদ্রিস সিদ্দিকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।