রবিবার, ০৪ জুন ২০২৩, ০১:০১ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার বহুল আলোচিত মাদক আশরাফুল ইসলামসহ ৩ মাদক কারবারি ও মাদক সেবীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এর আগে শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার মন্দুয়ার তেলের পাম্প সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন, জয়েনপুর গুচ্ছগ্রামের আবু তাহের মিয়ার ছেলে মাদক সম্রাট আশরাফুল ইসলাম (৩৫), মান্নান মিয়ার ছেলে লিখন মিয়া (২৭) ও বনগ্রাম ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান জিয়া (৪৫)।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রি ও সেবনকালে তাদের আটক করা হয়েছে।
উল্লেখ্য, ধৃত আশরাফুল ইসলামের বিরুদ্ধে একাধিক মাদক, ছাঁদাবাজী ও ছিন্তাইয়ের মামলা রয়েছে।