সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:১২ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় মহেন্দ্র (কাকড়া) গাড়ীর চাপায় রশিদুল ইসলাম (২৫) নামের এক চালক নিহত হয়েছে।
গতকাল দুপুরে উপজেলার মিরপুর-ছান্দিয়াপুর সড়কের বড় দাউদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদুল ইসলাম ফরিদপুর ইউনিয়নের ইসবপুর মধ্যপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, রশিদুল ইসলাম একজন মহেন্দ্র কাকড়া গাড়ীর চালক। ওইসময় তিনি গাড়ী নিয়ে ছান্দিয়াপুর দিকে রওনা হচ্ছিল। পথিমধ্য বড় দাউদপুর নামক স্থানে পৌঁছালে গাড়ী থেকে ছিটকে পড়ে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনা স্থলে রশিদুল ইসলাম মারা যায়।