সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার চাঞ্চল্যকর মমিনা হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল পর্যন্ত গ্রেফতারকৃত আসামিরা থানা হাজতে রয়েছে। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাতে সাদুল্লাপুর থানার এসআই মতিয়ার রহমানের নেতৃত্বে পীরগঞ্জ উপজেলার কুতুবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের মুছা আকন্দের ছেলে আব্দুস সালাম, তার স্ত্রী নুরঅ বেগম ও নজির হোসেন আকন্দের ছেলে নাথু আকন্দ।
উল্লেখ্য, সাদুল্লাপুর উপজেলার চিকনী গ্রামের নজির উদ্দিন আকন্দের ছেলে মুছা আলীর সঙ্গে জসিম উদ্দিনের ছেলে এমদাদুলের জমিজমা বিরোধ চলে আসছিল। এ জেরে ১২ জানুয়ারী রাতে মুছা আলীগংরা হামলা চালিয়ে এমদাদুলের স্ত্রী মমিনা বেগমকে হত্যা করে।