বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২৫ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ সাদুল্লাপুর হাসপাতাল ও চৌরাস্তা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেছেন । গতকাল ঔষধ অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে ভ্রাম্যমাণ আদালত সাদুল্লাপুরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ এ অভিযান পরিচালনা করেন। এ সময় জেলা ঔষধ তত্বাবধায়ক মোঃ জাহিদুল ইসলাম, সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানা উপস্থিত ছিলেন।
সাদুল্লাপুর হাসপাতাল সংলগ্ন ড্রাগ লাইসেন্স না থাকায় এবং ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণের অপরাধে ঔষধ আইন ১৯৪০ অনুযায়ী ১৮(এ)/২৭ ধারায় মেডিকেল মোড়ের আজিজুল মেডিকেল স্টোরের প্রোঃ মোঃ আতাউর রহমান জুয়েলকে ১০ হাজার টাকা, জেসমিন ফার্মেসির প্রোঃ মোঃ মোস্তাফিজার রহমান রঞ্জু মিয়াকে ২ হাজার টাকা, চৌরাস্তা মোড়ের উষা মেডিসিন কর্নারের প্রোঃ শ্রী কুন্ডল কান্ডি দাসকে ৩ হাজার টাকা, মা মেডিসিন স্টোরের প্রোঃ মোঃ ফেরদৌস বারিকে ৩ হাজার টাকাসহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।