শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:১৪ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় ধাপে সাদুল্লাপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে জমি ও পাকাঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে এতে ৪০ পরিবার মাথা গোঁজার ঠাঁই পেলেন স্বপ্নের নীড়ে।
সাদুল্লাপুর উপজেলার এই ঘরগুলো গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রোকসানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাইফুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, থানার ওসি প্রদীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ আজমী প্রমুখ।